• 01717591600
  • EIIN:122900, বিদ্যালয় কোড:৭২৫৪,MPO Code:8904011301
  • EIIN NO: 122900
চুড়ান্ত ভোটার তালিকা  |  খসড়া ভোটার তালিকা  |  দাতা বিজ্ঞপ্তি  |  ওয়েবসাইড উন্নয়নের কাজ চলমান রয়েছে।  |  

বিদ্যালয়ের ইতিহাস

Picture

গিয়াস উদ্দিন সরকারের প্রচেষ্ঠায় ১৯৫০ খ্রি. পূর্ব হতে খোর্দ্দসাপটানা জামে মসজিদের পাশে একটি টিনের ঘরে স্থানীয় ব্যবস্থাপনায় একটি নৈশ মক্তব পরিচালিত ছিল। মুক্তবের শিক্ষক ছিলেন অত্র মসজিদের ইমাম এবং তাঁর পুত্র আরফান উল্ল্যা সরকার। এলাকার কোমলমতি শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকার স্থানীয় জনগন ও গন্যমান্য ব্যক্তি একত্রিত হয়ে গিয়াস উদ্দিন সরকার ও কাশেম আলী সরকার 1961 খ্রি. খোর্দ্দসাপটানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে জমি রেজিষ্ট্রি করে দেয়। এলাকার ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে খোর্দ্দসাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে কেন্দ্র করে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত জুনিয়র স্কুল পরিচালনার লক্ষে একটি পরিচালনা কমিটি গঠন করেন। ০১/০১/১৯৬৭ খ্রি. গিয়াস উদ্দিন সরকারের জমিতে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি টিনের ঘর তৈরী করা হয়। পরবর্তিতে ০৫/০৮/১৯৭২ খ্রিঃ জনাব আরফান উল্ল্যা সরকার ও ছালামত উল্লাহ সরকার বিদ্যালয়টির নাম গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় করনের লক্ষ্যে ১১৬১৫ নং দলিল মূলে বিদ্যালয়ের নামে জমি দান পত্র দলিল সম্পন্ন করেন। ০৯/১০/১৯৭২ খ্রি. বিদ্যালয়টি জুনিয়র বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। ০১/০১/১৯৮২ খ্রি. মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়। তখন হতে অদ্যবধি বিদ্যালয়টি সুনামের সাথে সুষ্ঠভাবে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায়, আধুনিক ও তথ্য প্রযুক্তির উন্নয়নে, ডিজিটাল বাংলাদেশ গঠনে ও আন্তর্জাতিক মানের শিক্ষার্থী গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে বিদ্যালয়টি সমাজ তথা দেশের উন্নয়নের অংশ হিসেবে সোনার বাংলার আদর্শ সৈনিক, পূর্ণ সম্ভাবনাময়, সৃজনশীল, উন্নত নৈতিকতাবোধ দায়িত্বশীল নাগরিক গঠনের মিশন, “জীবন গঠনের জন্য শিক্ষা” স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে।